Monday, August 13, 2012

Measurement tape এর ভগ্নাংশ

১/১৬= আধা সুত্‌
১/৮= এক সুত্‌
৩/১৬= দেড় সুত্‌
 ১/৪= দুই সুত্‌
 ৫/১৬= আড়াই সুত্‌
 ৩/৮= তিন সুত্‌
 ৭/১৬= সাড়ে তিন সুত্‌
  ১/২= চার সুত্‌
  ৯/১৬= সাড়ে চার সুত্‌
  ৫/৮= পাঁচ সুত্‌
  ১১/১৬= সাড়ে পাঁচ সুত্‌
  ৩/৪= ছয় সুত্‌
  ১৩/১৬= সাড়ে ছয় সুত্‌
  ৭/৮= সাঁত সুত্‌
 ১৫/১৬= সাড়ে সাঁত সুত্‌
 ১"= আঁট সুত্‌ বা এক ইঞ্চি


সহজে যদি কেও এর সুত্র মনে রাখতে চায় তবে নিচে লক্ষ্য করুন।
এখানে নিচের অংশটাকে হর এবং উপরের অংটাকে লব বলে।
এখন নিচে যদি ৪ থাকে, তবে উপরে যা থাকবে তার দ্বিগুন হবে। যেমন= ৩/৪ নিচে ৪ অতএব উপরে ৩, ৩ এর দ্বিগুন ছয় সুত্‌।
নিচে যদি ৮ থাকে, তবে উপরে যা থাকবে তাই হবে। যেমন= ৩/৮ নিচে ৮ অতএব উপরে ৩, ৩ সুত্‌।
নিচে যদি ১৬ থাকে, তবে উপরে যা থাকবে তার অর্ধেক হবে। যেমন= ৩/১৬ নিচে ১৬ অতএব উপরে ৩, ৩ এর অর্ধেক দেড় সুত্‌।

 মিলিয়ে দেখুন।









No comments:

Post a Comment